মেডিকেল ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে কোটার ন্যায্য বণ্টনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তিন উপদেষ্টাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী জায়েদ বিন নাসের মঙ্গলবার (২১ জানুয়ারি) এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটার মতো বিধান মেধাভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের মূল্যবোধের পরিপন্থী। বিশেষ চাহিদাসম্পন্ন ও অনগ্রসর গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা যেতে পারে, তবে মেধার মূল্যায়নে কোটার স্থান নেই। “মেডিক্যাল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা সাংঘর্ষিক এবং সাংবিধানিক মূল্যবোধ পরিপন্থী,” উল্লেখ করা হয়।
নোটিশে সরকারের প্রতি সাত দিনের মধ্যে কমিশন গঠন করে কোটার যৌক্তিক পুনর্বিন্যাসের আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আইনজীবী জায়েদ বলেন, “একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কোটা বিধানের পুনর্বিন্যাস অত্যন্ত জরুরি। নতুন প্রেক্ষাপটে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।”