Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে: জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক সংবাদ

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ অভিযোগ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অনেক টাকা স্থানান্তর করেছে। এখন পাচার করা সেই টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা এটা কোন অবস্থাতেই করতে দিব না। যেভাবেই হোক প্রতিহত করবো। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
উপদেষ্টা বলেন, আগামীকাল (সোমবার) থেকে দিনে বা রাতে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, সেখানেই তারা যাবে এবং তারা সন্ত্রাসীদের প্রতিহত করবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব। তারা কোথাও স্থান পাবে না। দিনে বা রাতে তাদের কোথাও স্থান হবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছি, আগামীকাল থেকে পুলিশ টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। আওয়ামী লীগের দোসরদের কোনো ছাড় দেব না।
দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোন ভাবেই ছাড় দেব না।’
ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত। বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদেরও যদি কোন গাফিলতি থাকে আমরা ব্যবস্থা নেব।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করতে পারি তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরেক প্রশ্নের জবাবে বলেন, প্রতিদিন গ্রেপ্তার অভিযান চলছে। গ্রেফতার কিন্তু হচ্ছে। বাসে ডাকাতির ঘটনায় গতকাল রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান চলমান থাকবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ঠিক মতোই দেয়া হয়েছে। তারা কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে গ্রেফতার কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে—সেই ব্যবস্থা আমরা করবো।’ নতুন করে আর যাতে কোন ঘটনা না ঘটে সেজন্য মোটরসাইকেলে হেলমেট পরিহিত দু’জনের বেশি আরোহী চলতে পারবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_5
যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা
যুক্তরাজ্যে ডেলিভারুতে অবৈধভাবে কাজ: অভিবাসীকে মাত্র £২৬ জরিমানা
Screenshot_4
যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচলে বিপর্যয়
যুক্তরাজ্যে এম২৫ মোটরওয়েতে লরিতে আগুন, যান চলাচলে বিপর্যয়
received_1973123996850326
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
‘জনগণের হক আদায় ও দ্বীনের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই’
1755002261-610624d169cfed9f0e345e1457f04011
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
আত্মহত্যার স্ট্যাটাসের পর নতুন সিদ্ধান্ত হিরো আলমের
sw_58.1755061043
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
ছিনতাই রুখতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
sada-pathor-20250812173905
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?
কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

সম্পর্কিত খবর