Uk Bangla Live News

আজ স্বপ্নের নায়কের ৫৩ তম জন্মবার্ষিকী

ডেস্ক সংবাদ

সালমান শাহ, বাংলাদেশের কোটি কোটি ভক্তের হৃদয়ের সঙ্গে মিশে আছে এই নামটি। আজ ক্ষণজন্মা এ অভিনেতার ৫৩তম জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ৫৪তে পা দিতেন তিনি। অল্প সময়ে ছোট-বড় সবার মন কেড়ে নেন এ নায়ক।৷
পরিবারের বড় ছেলে ছিলেন ইমন। তবে চলচ্চিত্রে সালমান শাহ নামেই পরিচিতি পান তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি।
মাত্র তিন বছরের ক্যারিয়ারে সর্বমোট ২৭টি সিনেমায় কাজ করেন সালমান। এর ১৩টিতেই চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলোঃ ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি। এসব সিনেমা দিয়ে আজও অমর হয়ে আছেন এ তারকা।
দক্ষ অভিনয়, সুদর্শন চেহারা, আর বিশেষ স্টাইলের জন্য রাতারাতি দর্শক হৃদয়ে জায়গা করে নেন স্বপ্নের এ নায়ক। ছেলে ভক্তদের পাশাপাশি প্রচুর মেয়ে ভক্ত পান এ ড্রিম বয়। যদিও ব্যক্তিগত জীবনে এ নায়ক ছিলেন বিবাহিত।
তবে স্বপ্নের নায়ক সালমান শাহকে খুব বেশিদিন কাছে পান নি কোটি কোটি ভক্ত। হঠাৎ করে সবাইকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অস্বাভাবিক ভাবে প্রয়াত হন তিনি। তার শোকে সে সময় অনেকের স্বেচ্ছামৃত্যুর খবরও শোনা গিয়েছিল। তবে তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য।
তবে সালমান শাহ বেচে না থাকলেও তার সৃষ্টিকর্ম তাকে যুগ যুগ ধরে বাচিয়ে রাখবে বলে মনে করেন এই দেশের লক্ষ কোটি সিনেমা প্রেমি মানুষ।
জন্মদিনে বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহর প্রতি রইলো অনি:শেষ ভালোবাসা।

ইউকে বাংলা লাইভ নিউজ ডেস্ক

Print
Email

সম্পর্কিত খবর

অস্কার মনোনয়নে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘বলী’
আজ স্বপ্নের নায়কের ৫৩ তম জন্মবার্ষিকী
সালমানকে মারতে পাকিস্তান থেকে অস্ত্র আসে, চুক্তি হয় ২৫ লাখে
‘নূর’, ‘দরদ’... : যে সিনেমাগুলোর অপেক্ষায় দর্শক
বলিউডে আরিফিন শুভ, পরিচালক সৌমিক : নায়িকা কে?
আমার স্বামীকে কেউ অসম্মান করলে তাঁকে এড়িয়ে চলব : বুবলী
১০ দিনে কত আয় করলো ‘তুফান’?
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ : আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই
শাকিব ও কনাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস