Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আন্দোলনে চা শ্রমিকরা, টনক নড়ছেনা কর্তৃপক্ষের

ডেস্ক সংবাদ

বকেয়া বেতনের দাবীতে টানা আন্দোলনে নেমেছেন চা শ্রমিকরা। ৮ সপ্তাহের বকেয়া মজুরি এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে টানা ১৫ দিনের মতে কর্মবিরতি পালন করেছেন ন্যাশনাল টি কোম্পানির কয়েক হাজার চা-শ্রমিকরা। বকেয়া বেতন ভাতা আদায়ের দাবিতে ফের আন্দোলনে নেমেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সিলেটের বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেন লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকরা।
জানা যায়, দীর্ঘ ৮সপ্তাহ থেকে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। দফায় দফায় আন্দোলনে নামার পরও কোনো সমাধান না পাওয়ায় পুনরায় আন্দোলনে নেমেছেন তারা। গত রোববার সিলেট বিমানবন্দর সড়ক প্রায় দেড় ঘণ্টা সময় অবরোধ করে রাখেন তারা। পরে দুই দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। এক সপ্তাহ অপেক্ষা করেও কোনো সমাধান না আসায় পুনরায় আন্দোলনে নেমেছেন চা-শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিকরা জানিয়েছেন, বেতন ভাতা না পাওয়ায় তাদের পরিবার চালাতে অনেকটা কষ্ট হচ্ছে। গত দুর্গাপূজার আগে থেকেই তাঁদের মজুরি ও বোনাসের দাবিতে আন্দোলন চললেও এখন পর্যন্ত এর কোনো সুরাহা হচ্ছেনা।
ন্যাশনাল টি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান বলেন, বেতন ভাতার সমস্যা চা শ্রমিকদের মতো আমাদেরও বন্ধ রয়েছে। তবে শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে।
এসময় চা শ্রমিকরা জানান, টানা ১৫ দিনের মতে আমরা আন্দোলন করছি। আমাদের বকেয়া মজুরি পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ স্পষ্ট করে কিছু বলছে না। ব্যাংকে টাকা না থাকাসহ বিভিন্ন অজুহাতে মজুরি দিচ্ছেন না বাগান মালিক বা কোম্পানিগুলো।
কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) মালিকানাধীন ১২টি কারখানা। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পাতা। যার প্রভাব পড়বে চায়ের লক্ষ্যমাত্রা অর্জনে।
দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে ১৩৬টির অবস্থান সিলেট বিভাগের তিন জেলায়। ১৮৫৪ সালে সিলেটের মালনিছাড়া চা-বাগান থেকেই বাংলাদেশের চা উৎপাদন শুরু হয়। এসব চা বাগানে কাজ করেন কয়েক লাখ চা-শ্রমিক।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_29
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
সময়মতো কর না দিলে £১,৬০০ পর্যন্ত জরিমানা ও সুদ – যুক্তরাজ্যে HMRC কড়া হুঁশিয়ারি
Screenshot_27
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
যুক্তরাজ্যে হাই স্ট্রিটে নতুন উদ্যোম: ক্যাফে ও বারের অনুমোদন প্রক্রিয়া সহজ করছে সরকার
Screenshot_26
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
যুক্তরাজ্যে শরিয়াহ আইনভিত্তিক চাকরির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক
Screenshot_25
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
যুক্তরাজ্যে ফুটপাথে ডাস্টবিন ফেলে রাখলে £৮০ পর্যন্ত জরিমানা
New Project
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
নকল হালাল মাংস বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
Screenshot_23
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস

সম্পর্কিত খবর