পবিত্র মক্কা নগরীতে রমজান মাসকে সামনে রেখে ওমরা পালনকারীদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সৌদি। ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে আগত মুসল্লিদের জন্য এখন থেকেই সৌদি কর্তৃপক্ষ নির্ধারিত গেট ব্যবহারের নির্দেশনা দিয়েছে।
অথরিটি জানিয়েছে, ওমরা পালনকারীদের জন্য বিশেষভাবে নির্ধারিত গেটগুলোর মধ্যে রয়েছে কিং ফাহাদ গেট (নং ৭৯), আজিয়াদ গেট (নং ৩), ওমরা গেট (নং ৬২)। এই গেটগুলো ব্যবহার করলে মুসল্লিরা সহজেই তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে পারবেন।
এছাড়া, মসজিদুল হারামের মাতাফ (তাওয়াফ চত্বর) ও সাঈ এলাকায় সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে নির্ধারিত নির্গমন পথও নির্ধারণ করা হয়েছে। গ্রাউন্ড ও প্রথম তলা থেকে আল শাবিকা, আজিয়াদ, এবং আল আব্বাস ব্রিজের মাধ্যমে বের হওয়া যাবে।
সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করতে আসবেন। এ কারণে গত বছরের জুন মাসে হজ শেষ হওয়ার পর থেকেই নতুন ওমরা মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে।
এ বছর পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। এর ফলে ওমরাহ পালনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এজন্য এখন থেকেই সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। সূত্র: জিনিউজ