ইস্ট লন্ডনে ‘ক্লাব ৮৫ ইউকে’র বন্ধু মিলনমেলার প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত
গতরাতে ইস্ট লন্ডনের জনপ্রিয় রেস্টুরেন্ট Grand Rosoi-তে ‘ক্লাব ৮৫ ইউকে’র আগামী ১৭ই জুন অনুষ্ঠিতব্য বন্ধু মিলনমেলা সফলভাবে আয়োজনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক এমদাদ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজমল হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সুবিন খান, ট্রেজারার রুশী রহমান, কাউন্সিলর সৈয়দ ফিরুজ গণী, শাহীন মোস্তফা, শাহিদ আহমেদ, রফিক হায়দার, সাদেকা সিদ্দিকী যুথী, শাফকাত সৈয়দ, মোহাম্মাদ আলী বাবু, নিশাত ফারজানা, এনাম মাহমুদ, মোহাম্মদ শাহজাহান ও হেপি আহামেদ।
সভায় সিদ্ধান্ত হয়, মে মাসের ১৭ তারিখের মধ্যে ৫০ জন আগ্রহী বন্ধুর নাম নিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে। সেই লক্ষ্যে সবাইকে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
উল্লেখ্য, বন্ধুমিলনমেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ই জুন লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে। মেলার দিন অংশগ্রহণকারী সদস্যদের জন্য থাকবে বিশেষ গিফট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং সুস্বাদু মধ্যাহ্নভোজের ব্যবস্থা।
আয়োজকরা সবাইকে আহ্বান জানিয়েছেন, মিলনমেলায় অংশগ্রহণের জন্য আর দেরি না করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে।