পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ (২৭ মে)। ৬ জুন তারিখে ট্রেন ভ্রমণের জন্য এই টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
এবার ঈদযাত্রায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ট্রেনের মোট আসন ৩৩ হাজার ৩১৫টি। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। আগে বিক্রি হওয়া টিকিটের তারিখগুলো হচ্ছে:
-
৩১ মে → বিক্রি: ২১ মে
-
১ জুন → বিক্রি: ২২ মে
-
২ জুন → বিক্রি: ২৩ মে
-
৩ জুন → বিক্রি: ২৪ মে
-
৪ জুন → বিক্রি: ২৫ মে
-
৫ জুন → বিক্রি: ২৬ মে
-
৬ জুন → বিক্রি: আজ (২৭ মে)
প্রত্যেক যাত্রী একসঙ্গে চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা এই টিকিট ফেরত দেওয়া যাবে না।