Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক সংবাদ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দাবা, ক্যারম এবং লুডু খেলায় ক্লাবের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন চ‍্যানেল এস-এর বার্মিংহাম প্রতিনিধি মো. আতিকুর রহমান এবং রানার আপ হয়েছেন মোহাম্মাদ শামিম আহমেদ।
ক‍্যারাম খেলায়, ১৬ জন প্রতিযোগীকে ৮টি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাতেও চ‍্যাম্পিয়ন হন মো. আতিকুর রহমান, যিনি গতবারও এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।
লুডু খেলায় জন প্রতিযোগী দুটি বোর্ডে অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত পরপর ছক্কা মেরে চ্যাম্পিয়ন হন জান্নাতুল ফিরদৌস তুলি। রানার আপ হন মো. বদরুজ্জামান বাবুল।

দিনশেষে, বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব, ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের (বিবিসিএ) প্রধান উপদেষ্টা সাংবাদিক আবু মুসা হাসান, সভাপতি মাহমুদ মাজেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল। দাবা প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন বিবিসিএ’র সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু।

এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতাল ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মিছবাহ জামাল, প্রেস ক্লাবের আজীবন সদস্য মানিক মিয়া, জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খান এবং নির্বাহী সদস্য মতিউর রহমান খোকন।

এই টুর্নামেন্টটি সফল আনন্দময় করে তুলতে সার্বিক সহযোগিতা করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিস্টেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, প্রথম নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল এবং নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি মো. আকরামুল হোসেন এবং নির্বাহী সদস্য জাকির হোসেন কয়েস।

এছাড়া, টুর্নামেন্টের স্পনসর ছিলো ‘বিবিসিএ’ এবং ডটপ্রিন্ট প্রিন্টিং কোম্পানি।

প্রধান অতিথি গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের সাংবাদিকরা দাবাকে সবসময় গুরুত্বসহকারে প্রচার করে থাকেন, এবং বিলেতেও বাংলা মিডিয়ার সাংবাদিকরা এর ধারাবাহিকতা বজায় রাখছেন দেখে খুব ভালো লাগছে।”

প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, “সবার সহযোগিতায় আমরা একটি আনন্দময় টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। যারা এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “খেলাধুলা আমাদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাবের সদস্যদেরকে এনগেজ করতে ধরনের আয়োজন অপরিহার্য।”

এছাড়া, ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন (বিবিসিএ) ঘোষণা করেছে, তারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের জন্য বার্ষিক ২০ পাউন্ড সদস্য ফি’র পরিবর্তে ১০ পাউন্ড ফিতে সদস্যপদ প্রদান করবে। সাংবাদিক মিছবাহ জামাল সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও থেকে প্রেস ক্লাবের আগামী টুর্নামেন্টের জন্য ৫০০ পাউন্ড স্পনসর করার ঘোষণা দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_7
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ
81eaaa3a612096f537b4a4b30701c87be751a0200bf6bc03
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
সিলেটে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৪
1751265600-9a794d7a1eacb65230415d96706f6570
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
কাল (মঙ্গলবার) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে
maxresdefault
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
আইভিএফ চিকিৎসার জন্য কর্মীদের ছুটি দেওয়ার আহ্বান যুক্তরাজ্যে
QR-scan-5
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
যুক্তরাজ্যের সরকারি সংস্থা গ্রহণ করছে না ই-ভিসা, চাকরি হারানোর ঝুঁকিতে আবেদনকারী
Screenshot_5
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে
যুক্তরাজ্যে এন্ট্রি-লেভেল চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে ChatGPT চালুর পর থেকে

সম্পর্কিত খবর