Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

একটা সময় আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না: প্রভা

ডেস্ক সংবাদ

ছোট পর্দার জনপ্রিয় অভিনত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে তার সমালোচনাও রয়েছে বেশ। অতীতের তীক্ত অভিজ্ঞার পর অনেক দিন বিরতি নিয়েছিলেন প্রভা। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে এখন খোলামেলা কথা বলেন তিনি।
আবারও আগের মতো কাজ শুরু করেছেন প্রভা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন। সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী। তাকে নিয়ে মিডিয়ায় কয়েকবারই প্রেমের গুঞ্জন উঠেছে।
এক সময় জনপ্রিয়তার শীর্ষে উঠে যাওয়ার পর ছিটকে পড়েন তিনি। এর পেছনে ছিল নানা কারণও। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সেসবই; অভিনেত্রীর কথায় উঠে এল মিডিয়ার সিন্ডিকেটের কথা।
তিনিও পড়েন সিন্ডিকেটের মাঝে তা জানিয়ে প্রভা বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’
প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’
তবে অভিনেত্রী জানালেন, মুখের ওপর কাজের জন্য ‘না’ করে দেয়া হয়নি কখনো। সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিচিউড দিয়ে বোঝানো হত- এমনটাই হয়ত বুঝিয়েছেন প্রভা। অভিনেত্রীর কথায়, ‘সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো, আপনি বোধহয় আর কো-অপারেট করবেন না; তখন আরকি আসলে ওরা স্কিপ করে।’
শেষে অভিনেত্রী বলেন, ‘এমন একটার কিছুর মধ্যে, এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কি না, কোনোকিছুই টের পাইনি; কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।’
এর আগের এক সাক্ষাৎকারে নিজের প্রেম নিয়েও ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’
প্রভা আরও বলেন, “প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।”
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়।

 

 

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

2205be095fb85fbb1055d69e39f17e4646a99c5146bff2e5
একটা সময় আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না: প্রভা
একটা সময় আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না: প্রভা
mushi_gard_of_hornar_20250306_130032780
বিদায়ের ঘোষণা দেয়া মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা
বিদায়ের ঘোষণা দেয়া মুশফিককে ‘গার্ড অব অনার’ দিলেন সতীর্থরা
8ecf86b0bdbe3873bbd4fa5f14df0c1a4ac5a1af90599899
ওমরা পালনে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা
ওমরা পালনে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা
0dab1c33555506042f768b8ac288fefdd7ec6821bda8a408
আবরার ফাহাদের নামে করা মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন
আবরার ফাহাদের নামে করা মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন
tarawih-prayer-ramadan-20240307120106
ইস্ট লন্ডন ও ব্রিকলেন মসজিদে তারাবিতে লাখো মুসল্লির ঢল
ইস্ট লন্ডন ও ব্রিকলেন মসজিদে তারাবিতে লাখো মুসল্লির ঢল
4715b3c484314fa1c59f7707d2c307fd32cad7407421e36a
বাসা-বাড়িতে তারাবির জামাত করা যাবে কি?
বাসা-বাড়িতে তারাবির জামাত করা যাবে কি?

সম্পর্কিত খবর