ইলিশের আকাল এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে পাথরঘাটায় একটি বড় ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ৭৫০ টাকায়।
শুক্রবার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে ২ কেজি ৪৪০ গ্রাম ওজনের এই ইলিশটি বিক্রি হয় ২ লাখ ২০ হাজার টাকা মণ দরে।
এটি ধরা পড়ে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায়, যেখানে এক জেলে সকালে এই মাছটি জালে ধরেন। মাছটি আনা হয় মোস্তফা আলমের ফিসিং অ্যান্ড মার্চেন্ট আড়তে, এরপর উন্মুক্ত ডাকের মাধ্যমে মৎস্য পাইকার হানিফ মিয়া এটি কিনে নেন।
হানিফ মিয়া বলেন, “এই মাছটি বলেশ্বর নদীর। এখানকার মাছ দেখতে খুব সুন্দর ও সুস্বাদু। তাই আমি ১৩ হাজার ৭৫০ টাকায় কিনেছি। পরে এটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করব।”
এছাড়া, ইলিশের সরবরাহ কম হওয়ার কারণে, সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায়, বর্তমানে ইলিশের দাম অনেক বেশি। তাই বড় আকারের ইলিশও এই দামে বিক্রি হচ্ছে।