Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেশে এখনো নির্বাচনের পরিবেশ আসেনি: উপদেষ্টা সাখাওয়াত

দেশে এখনো নির্বাচনের পরিবেশ আসেনি: উপদেষ্টা সাখাওয়াত
ডেস্ক সংবাদ

দেশে এখনো নির্বাচনের পরিবেশ আসেনি

নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দীর্ঘদিন থেকে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। তিনি মনে করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনো নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি। ভোটের পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে জনগণের জন্য একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমাদের কাজ দেশের সার্বিক উন্নয়ন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে ক্ষমতা ছেড়ে তা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সময় হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নির্বাচন প্রক্রিয়ার সংস্কার নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তিনি আরও যোগ করেন, ‘যদি কেউ মনে করে নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পরিচালনা করবে, তবে সেটিও বিবেচনা করা হবে। আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন।’

তামাবিল স্থলবন্দর পরিদর্শন এবং মতবিনিময় সভা

বেলা ১১টার দিকে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন তামাবিল স্থলবন্দরে পৌঁছান। সেখানে তিনি স্থলবন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি এবং স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন। এরপর তিনি স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভাটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আয়োজন করে।

মতবিনিময় সভায় ব্যবসায়ী ও যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন উপদেষ্টা। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘তামাবিল স্থলবন্দরের কার্যক্রমকে আরও কার্যকর এবং ব্যবসায়িক সুবিধা বাড়াতে আমরা সব ধরনের সমস্যা সমাধান করব। ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হবে।’ তিনি তামাবিল স্থলবন্দরকে একটি আধুনিক ও সুশৃঙ্খল স্থাপনা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ব্যবসায়ী ও প্রশাসনের প্রতিনিধি উপস্থিতি

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এবং তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। এছাড়াও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থলবন্দরের উন্নয়নের পরিকল্পনা

উপদেষ্টা বলেন, ‘তামাবিল স্থলবন্দর বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর। এর উন্নয়ন শুধু স্থানীয় অর্থনীতির জন্য নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।’ তিনি বন্দরের ভৌত কাঠামো এবং প্রযুক্তিগত সুবিধা উন্নত করার উপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীদের সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং বন্দরের কার্যক্রম আরও দক্ষ করার পরিকল্পনার কথা উল্লেখ করেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্বাচন

উপদেষ্টার মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা বড় চ্যালেঞ্জ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং সহায়ক পরিবেশের প্রয়োজন।

 

আরও পড়ুন
গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বললো যুক্তরাষ্ট্র

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

image-798159-1713942419
'বিনিয়োগের জন্য দ্বিতীয় সবচেয়ে আকর্ষণীয় দেশ' যুক্তরাজ্য
‘বিনিয়োগের জন্য দ্বিতীয় সবচেয়ে আকর্ষণীয় দেশ’ যুক্তরাজ্য
New Project
সিলেটে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪ ছিনতাইকারী
সিলেটে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪ ছিনতাইকারী
5a63e05cd2cfe83789d63847821c449da63744cdfa36c609
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন
Bengir-2501210903
বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান
বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান
dc4b6ad62d32899d26b6d95c2a4bfea90d7c8c3c5baafb9b
সিলেটে ঘন কুয়াশার কারণে দুর্ভোগে বয়স্ক ও শিশুরা
সিলেটে ঘন কুয়াশার কারণে দুর্ভোগে বয়স্ক ও শিশুরা
aab91381351ac0de8af6d741b3395d9f7be7fb81162c80bf
তামিম ইকবালও লিজেন্ড নাইন্টিতে অংশগ্রহণ করছেন
তামিম ইকবালও লিজেন্ড নাইন্টিতে অংশগ্রহণ করছেন

সম্পর্কিত খবর