Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এডিএমসি কর্তৃক নর্থ ইস্ট নার্সিং কলেজের পাঁচ তারকা স্বীকৃতি

ডেস্ক সংবাদ

বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক গঠিত এডিএমসির নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজ পাঁচ তারকা স্বীকৃতি অর্জন করেছে। গত ১৬ ফেব্রুয়ারি এডিএমসি সকল তথ্য উপাত্ত যাচাইবাছাই করে আগামী ৫ বছরের জন্য নর্থ ইস্ট নার্সিং কলেজকে এই স্বীকৃতি প্রদান করে।
এমন স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কলেজ কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সংশ্লিষ্টদের উদ্দেশ্যে পাঁচ তারকা স্বীকৃতি অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের পরিচালক ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম।
এসময় তিনি বলেন, আগামী ০৫ বছরের জন্য এই সফলতা শুধুমাত্র অত্র নার্সিং প্রতিষ্ঠানের নয়, বরং দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। ইহা বাংলাদেশের নার্সিং শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, বেসরকারি পর্যায়ে সারা দেশের মধ্যে প্রথমবারের মত নর্থ ইস্ট নার্সিং কলেজ এমন অর্জন করেছে। এই অর্জন নর্থ ইষ্ট নার্সিং কলেজের শিক্ষার উৎকর্ষতা এবং শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের দক্ষতার প্রতিফলন। এছাড়া এই স্বীকৃতি পথচলাকে আরোও দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরোও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে। এ স্বীকৃতির ফলে বিদেশী শিক্ষার্থীরা বাংলাদেশে এসে নার্সিং পড়তে আগ্রহী হবে। এই অর্জনে অত্র প্রতিষ্ঠান আর্ন্তজাতিকভাবে স্বীকৃতিসহ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দেশে এবং দেশের বাইরে ব্যাপক সুযোগ-সুবিধা বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় অংশ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আফজল মিয়া বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের স্বীকৃতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি গ্রহণ করে পর্যায়ক্রমে নর্থ ইষ্ট নার্সিং কলেজ এই পর্যন্ত ৭টি গুরুত্বপূর্ণ নার্সিং কোর্স পরিচালনা করে আসছে। যা নার্সিং শিক্ষাকে আধুনিক ও বৈশ্বিক মানের সাথে সংযুক্ত করেছে। তিনি বলেন, সিলেট বিভাগে এই প্রথম নর্থ ইষ্ট নার্সিং কলেজ এমএসসি ইন নার্সিং কোর্স চালু করেছে। ২০২০ সালে এমএসসি ইন নার্সিং কোর্সের যাত্রা শুরু হয় এবং এ পর্যন্ত একমাত্র নর্থ ইস্ট নার্সিং কলেজই এমএসসি ইন নার্সিং কোর্স পরিচালনা করে যাচ্ছে। আর্ন্তজাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করণে মাষ্টার্স পর্যায়ে কোর্সটি চালু করা হয়েছে।
মতবিনিময় সভায় নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মূসা এম এ কাইয়ুম বলেন, এই গৌরবময় অর্জন আমাদের প্রতিষ্ঠান এবং পুরো দেশের জন্য এক বিশাল সম্মান। নর্থ ইষ্ট নার্সিং কলেজ ভবিষ্যতে আরোও উন্নত প্রশিক্ষণ ও উচ্চমানের শিক্ষার মাধ্যমে আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশকে আরোও গৌরবান্বিত করবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের পরিচালক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম ও নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গুলবদন। এছাড়া মতবিনিময় সভায় নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

images
সারজিসের বিরুদ্ধে বিএনপির মামলা
সারজিসের বিরুদ্ধে বিএনপির মামলা
accident1
বিপদজ্জনক সিলেটের সড়ক: জুলাইয়ে  প্রাণ গেল ৩০ জনের, আহত ১৩১
বিপদজ্জনক সিলেটের সড়ক: জুলাইয়ে  প্রাণ গেল ৩০ জনের, আহত ১৩১
d9ee340693c3203eda4cf555291ed4d37c462b6ba5b893fb
চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১৮
চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১৮
image-529685-1647055229
ছিনতাইয়ে রাজি না হওয়ায় ডালিম খুন: প্রধান আসামির মুখে চাঞ্চল্যকর তথ্য
ছিনতাইয়ে রাজি না হওয়ায় ডালিম খুন: প্রধান আসামির মুখে চাঞ্চল্যকর তথ্য
Untitled-1 copy
নতুন নেতৃত্বে নতুন ধারায় এনআরবি ব্যাংক
নতুন নেতৃত্বে নতুন ধারায় এনআরবি ব্যাংক
Screenshot_41
সিলেটে রায়হান হত্যা মামলায় প্রধান অভিযুক্ত এসআই আকবর জামিনে মুক্ত
সিলেটে রায়হান হত্যা মামলায় প্রধান অভিযুক্ত এসআই আকবর জামিনে মুক্ত

সম্পর্কিত খবর