Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এনবিআর সচিব ফয়সালের ‘বাবার নামে’ বিলাসবহুল বাড়ি, স্ত্রী চড়তেন দামি গাড়ি

ডেস্ক সংবাদ

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালের খুলনায়ও বিলাসবহুল বাড়িগাড়ি ও বিপুল জমি আছে বলে অভিযোগ উঠেছে। যদিও বাড়ির সামনের নামফলক খুলে নেওয়া হয়েছে। সেখানে এখন দেখা যাচ্ছে বাবার নাম। সূত্র বলছে, গতকাল আদালত ফয়সালের নামে-বেনামে থাকা সব সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিলে সরিয়ে ফেলা হয় ওই নামফলক। এদিকে, তার স্ত্রী বিলাসবহুল গাড়িতে চলাচল করতেন বলে দাবি এক স্থানীয় জনপ্রতিনিধির।

কাজী আবু মাহমুদ ফয়সালের বাড়ি খুলনা মুজগুন্নীতে। তার বাবার নাম কাজী আব্দুল হান্নান ওরফে ফিরু কাজী। মুজগুন্নী আবাসিক এলাকায় ফয়সালের প্রায় দুই বিঘার জমি রয়েছে। এমন অভিযোগে ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায়, বাড়ির গেটে তার বাবার নাম লেখা।

এ ছাড়া যাশোর রোডের নেসারিয়া মাদ্রাসার পাশে প্রায় দুই বিঘা জমির ওপর বিলাস বহুল তিনতলা বাড়ি রয়েছে ফয়সালের। সেখানে কার পার্কিংয়ে আছে দামি গাড়িও। বাড়িতে এখন ফয়সালের মা বসবাস করেন। আজ বিকেলে সরেজমিনে গেলে তার মা দরজা খুলতে রাজি হননি। এমনকি, কোনো কথা বলতেও অপারগতা প্রকাশ করেছেন।

খুলনার খালিশপুর এলাকায় ১১৩নং সড়কে ফয়সালের শ্বশুরবাড়ি। তাদেরও খুঁজে পাওয়া যায়নি। এমনকি, স্থানীয়রাও বাসার বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না কাউকে।

এদিকে ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহফুজুর রহমান লিটন জানান, কাজী ফয়সালের স্ত্রী আফসানা জেসমিন বিলাসবহুল টয়োটা ‘হ্যারিয়ার’ গাড়িতে করে তার কাছে কয়েক দফা সনদ নিতে এসেছেন।

খুলনা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ এনটিভি অনলাইনকে জানান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কর) কাজী আবু মাহমুদ ফয়সালের খুলনার সম্পত্তি সম্পর্কে প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এসব সম্পদ তালিকা চূড়ান্ত হলেই আদালতে জব্দ করার আবেদন দেওয়া হবে।

Print
Email

সম্পর্কিত খবর

ধূমপান নিষিদ্ধে ‘রিফ্রেশমেন্ট বুথ’ তৈরি
দুই এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের
এনবিআর সচিব ফয়সালের ‘বাবার নামে’ বিলাসবহুল বাড়ি, স্ত্রী চড়তেন দামি গাড়ি
পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ভুল বোঝাবুঝি : আইজিপি
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আ.লীগনেতা নিহত
দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন : এ্যানী
জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন