Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

এবার ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিন

ডেস্ক সংবাদ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন বলে জানা গেছে। তবে, তারা কী ধরনের আলামত সংগ্রহ করছেন তা জানা যায়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডির ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা তাদের ল্যাবে পরীক্ষা করে দেখবেন এই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।
ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা বাড়িতেই কি হাড়গোড় পাওয়া গেছে-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোথায় থেকে পাওয়া গেছে তা বলতে পারছি না। তবে এটুকু জেনেছি যে এগুলো ধানমন্ডি ৩২ নম্বরে পাওয়া গেছে।
এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে– এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি তারা।
এসব নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি সরানোর উদ্যোগ নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

paarbhej-h-tyaa-y-aaleaacit-sei-dui-chaatriike-saamyik-bhisskaar-krl-iunibhaarsitti
পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
b7b2dc2382dfdc2d42c0ce7a72ff67cff351d0883c6b9951
রূপকথার জীবন আমার: পরীমণি
রূপকথার জীবন আমার: পরীমণি
282731a37bec0592d462a9f1ff0da065e43d1f218826e911
কোরবানির ইতিহাস ও বিধান
কোরবানির ইতিহাস ও বিধান
735232c3d84ce19db967ac66db4bcc938e4673b1767345f9
হামজার ওপর চড়াও প্রতিপক্ষ সমর্থক, বর্ণবাদের শিকার বাংলাদেশি তারকা
হামজার ওপর চড়াও প্রতিপক্ষ সমর্থক, বর্ণবাদের শিকার বাংলাদেশি তারকা
qqq-1
বৃষ্টির নাটকীয়তা শেষে সিলেট টেস্টে নতুন মোড়
বৃষ্টির নাটকীয়তা শেষে সিলেট টেস্টে নতুন মোড়
d830e7f0c7ce847d8c0903c23a62805a4f58748cebccbda7
দুবাইয়ে লটারিতে কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি
দুবাইয়ে লটারিতে কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

সম্পর্কিত খবর