Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ওজন কমাতে ইনজেকশন ক্লাব চালু করল মরিসনস, মাসিক খরচ £১২৯

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের বড় সুপারমার্কেট চেইন মরিসনস এবার স্বাস্থ্যসেবায় প্রবেশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মাউঞ্জারো’ নামের ওজন কমানোর ইনজেকশন চালু করেছে, যার জন্য মাসিক সাবস্ক্রিপশন চার্জ রাখা হচ্ছে £১২৯। প্রোমোশনাল অফার শেষে এই খরচ দাঁড়াবে £১৫৯।

এই ইনজেকশনটি তিরজেপাটাইড নামক ওষুধ, যা সপ্তাহে একবার নিতে হয়। মরিসনস জানিয়েছে, এর মাধ্যমে এক বছরে শরীরের ওজন গড়ে ২০% পর্যন্ত কমানো সম্ভব। তবে প্রেসক্রিপশন পাওয়ার আগে ব্যবহারকারীদের চিকিৎসা ইতিহাস পর্যালোচনা করা হবে এবং প্রতি মাসেই মেডিকেল চেকআপ চলবে।

এই সেবা দিচ্ছেন প্রশিক্ষিত ফার্মাসিস্টরা, যারা অনলাইনে ওষুধ পরামর্শ ও সরবরাহে দক্ষ বলে জানানো হয়েছে মরিসনসের ওয়েবসাইটে। তাদের দাবি, “আপনার স্বাস্থ্য রয়েছে নিরাপদ হাতে।”

তবে এই উদ্যোগ ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, মরিসনস একদিকে প্রক্রিয়াজাত খাবার বিক্রি করে, আর অন্যদিকে মোটা মানুষদের ওজন কমাতে ব্যয়বহুল ওষুধ দিচ্ছে—এটা দ্বিমুখী নীতি।

সমালোচনার জবাবে মরিসনস বলেছে, তারা পেশাদার এবং দায়িত্বশীলভাবে প্রেসক্রিপশন ও ওষুধ বিতরণ করছে। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ ছাড়াও যৌন স্বাস্থ্য, অ্যাকনে, অ্যাসিড রিফ্লাক্স, মাইগ্রেনসহ বিভিন্ন সমস্যার জন্যও চিকিৎসাসেবা দিচ্ছে তাদের ক্লিনিক।

বিশ্লেষকদের মতে, মরিসনসের এই উদ্যোগ একদিকে স্বাস্থ্যসেবার প্রসার ঘটালেও, অন্যদিকে এটি স্বাস্থ্যকে বাণিজ্যিক পণ্যে পরিণত করার বিতর্ক উস্কে দিচ্ছে।

সূত্র: দ্য সান

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_3
ওজন কমাতে ইনজেকশন ক্লাব চালু করল মরিসনস, মাসিক খরচ £১২৯
ওজন কমাতে ইনজেকশন ক্লাব চালু করল মরিসনস, মাসিক খরচ £১২৯
Screenshot_4
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর পরিচয় নিয়ে নাটকীয় মোড়: ইরানি নয়, আসলে আফগান
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর পরিচয় নিয়ে নাটকীয় মোড়: ইরানি নয়, আসলে আফগান
Screenshot_5
যুক্তরাজ্যে নারীকে জোরপূর্বক চুমু: কুয়েতি অভিবাসীর ১২ মাসের জেল
যুক্তরাজ্যে নারীকে জোরপূর্বক চুমু: কুয়েতি অভিবাসীর ১২ মাসের জেল
Screenshot_6
যুক্তরাজ্যে অর্ধেক জনগণের পেনশন সঞ্চয় নেই, বাড়ছে উদ্বেগ
যুক্তরাজ্যে অর্ধেক জনগণের পেনশন সঞ্চয় নেই, বাড়ছে উদ্বেগ
520802067_1161768282664346_2349771295730204313_n
ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ব্রিটিশ হাইকমিশনে অর্ধনমিত পতাকা
ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ব্রিটিশ হাইকমিশনে অর্ধনমিত পতাকা
received_1426076815305586
সিলেটে মধ্যবিত্তের বাজার ‘ডি মার্ট’র সুপার শপের উদ্বোধন
সিলেটে মধ্যবিত্তের বাজার ‘ডি মার্ট’র সুপার শপের উদ্বোধন

সম্পর্কিত খবর