আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। এদিন জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এদিক উত্তরার ঘটনায় আরও আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসিকিউটর আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উওরাতেই নিহত হন ২০০ শতাধিক। এ মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত থাকায় আরও আওয়ামী লীগের ৫ নেতাকে আসামি করা হয়েছে।
এদিন প্রথমবারের মত ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হন সাবেক মেয়র আতিকুল ইসলাম, ছিলেন অন্য ৫ আসামিও বলে জানান তিনি।
শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি-এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আতিকের ইন্ধনেই বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
তবে কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র। এর আগে তাকে হাজির করতে বিলম্ব হওয়ায় অপেক্ষায় ছিলেন বিচারপতিরাও। প্রায় আধাঘণ্টা শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় তাদের।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় এ আসামিদের বিরুদ্ধে ১৬টির মত মামলা রয়েছে।