Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কিনব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হবে: জেলা প্রশাসক

ডেস্ক সংবাদ

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ শুধুমাত্র পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন। ব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে হকার ও মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, “পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আগামী শনিবার থেকেই কিনব্রিজের দুই প্রান্তে রুদ্ধ করার কাজ শুরু হবে। এটি শুধু হেঁটে চলাচলের জন্য খোলা থাকবে।”

১৯৩৩ সালে নির্মিত ১,১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের এই লোহার সেতুটি ১৯৩৬ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে সেতুটির নামকরণ করা হয় “কিনব্রিজ”। লাল ধনুকাকৃতির আকর্ষণীয় স্থাপনাটি পর্যটকদের কাছেও অন্যতম গন্তব্য।

২০১৯ সালে ব্রিজের ওপর সবধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিছুদিনের মধ্যেই স্থানীয় চাপে ও নজরদারির অভাবে লোহার বেষ্টনী সরিয়ে রিকশা চলাচল শুরু হয়। সময়ের ব্যবধানে হকার, বাইক এবং অন্য যানবাহনও ফের চলাচল শুরু করে।

জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণে আপত্তি ওঠায় ঘড়িঘরের প্রস্তাবিত স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে। জেলা প্রশাসক জানান, “এখন অন্য কোথাও উপযুক্ত স্থান খুঁজে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।”

সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকায় ট্রাক পার্কিং-এর বিষয়ে জেলা প্রশাসক বলেন, “এই এলাকায় আর ট্রাক পার্ক করতে দেওয়া হবে না। শনিবার থেকেই এলাকা পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু হবে।”

সিলেট নগরীর ফুটপাত ও সড়কে হকারদের দখল প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, “সিটি করপোরেশনের একটি পুনর্বাসন প্রকল্প ছিল, জায়গাও নির্ধারিত ছিল। এটিকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে। নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

304fa7e1509b6063d878a386dd2753b747f568c789febc47
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
‘গ্রিণ সিগন্যাল’ পেতে যুক্তরাজ্যমুখী সিলেট বিএনপি নেতারা
163863
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর
163873
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন কালনী এক্সপ্রেসের তিন বগি
1f27fd307a5351d01f3c2949fa0a0243bea02010fae3437c
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
ac4568079c34b8e69b4b4c37c3eb47eb93253807fa3a89b2
নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা
নারীর গলা কেটে হত্যার পর ঘরে গোসল করে পালাল দুর্বৃত্তরা
Screenshot_1
নেপালের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ
নেপালের পর এবার ভারতের তরুণদের বিক্ষোভ

সম্পর্কিত খবর