জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগসাজসে পরপর তিনটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যারা গণহত্যাসহ বাংলাদেশের মানুষকে মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুর নগরীর আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি মাঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘গণতন্ত্রকামী কোনো দেশ কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করার অধিকার দেয় না। ফ্যাসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে, তার মধ্যে গণতন্ত্রের বিজয় সূচিত হয়।’
কোনো ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ ইলেকশনের উপাদান না বলেও মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগের সমালোচনা করে আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের বাংলাদেশের মানুষ রাজনীতিতে আর সুযোগ দিতে চান না। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের যে মধ্যপন্থি রাজনীতির সূচনা করেছে, এই মধ্যপন্থি রাজনীতিতে বাংলাদেশের সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ, সবার জন্য সমান নাগরিক অধিকার এবং মর্যাদা নিশ্চিত হবে।’
পরে নেতাকর্মীসহ ১০০ ভ্যান যোগে মাহিগঞ্জ হয়ে পীরগাছা দিয়ে আনন্দ র্যালি করে, সবশেষ গন্তব্যস্থল টেপামধুপুর বাজারের কারবালা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে।