খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
শীতবস্ত্র বিতরণের সময় রিজিয়ন কমান্ডার বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে ছিল, রয়েছে এবং পাশে থাকবে। আগামীতে এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদসহ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির বিভিন্ন এলাকার ৬শ’ জন পাহাড়ি-বাঙালি শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।