যাত্রাপথে অন্যদের বিরক্ত না করতে যাত্রীদের প্রতি হেডফোন ব্যবহারের আহ্বান জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL)। সংস্থার নতুন সচেতনতামূলক প্রচারণায় বলা হয়েছে—বাস, ট্রেন বা আন্ডারগ্রাউন্ডে মোবাইলে জোরে কথা বলা কিংবা গান-ভিডিও চালানো অনেক যাত্রীর জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়।
TfL-এর পক্ষ থেকে জানানো হয়, “সহভাগী ভ্রমণকে সম্মান করুন। আপনার মোবাইল ব্যবহারে যেন অন্যের ভ্রমণ বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সচেতন থাকুন।”
এক মুখপাত্র বলেন, “আমরা চাই সবাই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করুন। মোবাইল ব্যবহার করলে দয়া করে হেডফোন ব্যবহার করুন।”
এ উদ্যোগ নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকে একে ইতিবাচক পদক্ষেপ বললেও, কেউ কেউ মনে করছেন শুধু অনুরোধ নয়, কঠোর নিয়ম ও প্রয়োগ জরুরি।
TfL-এর এই প্রচারণা স্টেশনের পোস্টার, অডিও ঘোষণা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার লক্ষ্য গণপরিবহনে যাত্রাকে আরও শান্তিপূর্ণ ও সম্মানজনক করা।
সূত্র: সামাজিক মাধ্যম