বরিশালের গৌরনদীতে “গণ-অভ্যুত্থান দিবস” উপলক্ষে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মিরাজ ফকির (৪৬) নামে এক নেতা মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কর্মসূচির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিরাজ ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। পেশায় তিনি রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানান, নেতাকর্মীরা কয়েকটি ছোট যানবাহনে করে কর্মসূচির স্থল গৌরনদী কলেজ মসজিদ মাঠে যাচ্ছিলেন। পথেই মিরাজ হিটস্ট্রোকে আক্রান্ত হন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। একই সময় হিটস্ট্রোকে আক্রান্ত আরও অন্তত ১০ জন নারী-পুরুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি’ উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।