সিলেট বিমানবন্দর থানার পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদস্যদের ওপর ক্ষুব্ধ হয়ে লাল গালিচা বিছানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি থানা কর্তৃপক্ষকে নির্দেশ দেন, লাল গালিচা অবিলম্বে সরিয়ে ফেলতে এবং প্রশ্ন তোলেন, কেন তাঁর নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব করা হলো।
ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনারের খোঁজও নেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কোনো ধরনের মব সহ্য করা হবে না এবং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত নিরাপত্তা হুমকি রয়ে যাবে।
এছাড়া, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি পাঠানো হলেও, এখনও নতুন কোনো আপডেট পাওয়া যায়নি বলে তিনি জানান।