সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লুনী সাতবাক ও প্রতাপপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি খোলা চিঠি দিয়েছে এলাকাবাসী।
২২ আগস্ট তারিখে পাঠানো এই খোলা চিঠিতে বলা হয়েছে, লুনী সাতবাক ও প্রতাপপুর নদী দিয়ে সাধারণ মানুষের চলাচলের একমাত্র খেয়াঘাটটি বন্ধ করে একটি সংঘবদ্ধ চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এ কাজে তারা সন্ত্রাসী কায়দায় পরিবেশ, কৃষিজমি, বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অবৈধভাবে উত্তোলিত বালুগুলো প্রতিদিন ট্রাক ভর্তি করে রাধানগর-লুনী সড়ক দিয়ে পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার একমাত্র চলাচলের রাস্তারও মারাত্মক ক্ষতি হচ্ছে।
স্থানীয়রা জানান, বালু উত্তোলনের এসব কার্যক্রমের কোনো সরকারি অনুমোদন বা ইজারা নেই। বহুবার মৌখিকভাবে আপত্তি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি চাঁদার বিনিময়ে এসব অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করছেন।
চিঠির মাধ্যমে এলাকাবাসীর পক্ষে সচেতন যুব সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জনজীবন ও পরিবেশ রক্ষা করা যায়।