চট্টগ্রামের চান্দগাঁও র্যাব কার্যালয়ে নিজ অফিস কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ। বুধবার (৭ মে) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা এবং র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে পলাশ সাহা লিখেছেন, “আমার মৃত্যুর জন্য মা কিংবা স্ত্রী কেউ দায়ী নন, দায়ী আমি নিজে। কাউকে ভালো রাখতে পারিনি। স্ত্রী যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাই নিক, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন বিষয়গুলো সমন্বয় করে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
র্যাব সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে ছিলেন পলাশ সাহা। ঘটনার সময় র্যাব সদস্যরা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি নিজের কার্যালয়ে ঢুকে নিজের ওপর গুলি চালান বলে জানা গেছে।