রাজনৈতিক বৈরিতায় এক দেশ অন্য দেশে ভ্রমণ করে না। যার কারণে হয় না দ্বিপাক্ষিক সিরিজও। পাকিস্তান ও ভারতের মুখোমুখি লড়াই দেখার জন্য তাই ক্রিকেট বিশ্বকে অপেক্ষা করতে হয় আইসিসি ও এসিসির ইভেন্টের জন্য। চলতি বছর আইসিসির একমাত্র ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতোমধ্যে দেখা হয়ে গেছে দুদলের। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে আরেকবার মুখোমুখি করতে পারে এসিসির টুর্নামেন্ট।
আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে একই গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টে মোট অংশ নেবে ৮ দল।
১৯ ম্যাচের ওই টুর্নামেন্টের আয়োজক অবশ্য ভারত। তবে এসিসি ঠিক করেছে ভারত এবং পাকিস্তানে আপাতত কোনো প্রতিযোগিতা দেয়া হবে না। দুই দল একে অপরের দেশে খেলতে রাজি না হওয়ায় এমন পরিকল্পনা এসিসির। গ্রুপ ‘এ’-তে ভারত, পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। আরও একটি দল যোগ দেবে সেই গ্রুপে।
অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই গ্রুপেও একটি দল যোগ দেবে। হংকং এবং ওমান এই বছরের এশিয়া কাপ খেলবে। ২০২৩ সালে নেপাল খেলেছিল এশিয়া কাপে। এ বছর তারা যোগ্যতা অর্জন করতে পারেনি।
এর আগে সবশেষ ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল ২০২৩ সালে। সেবার আয়োজক ছিল পাকিস্তান। হাইব্রিড মডেলে আয়োজিত ওই টুর্নামেন্টে শ্রীলঙ্কায় খেলেছিল ভারত।