ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ধানমন্ডি থানা এলাকার ২৮টি এবং হাজারীবাগ থানা এলাকার ৭৮টি মোবাইল ফোন রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (১০ এপ্রিল) এই তথ্য জানান।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) এবং অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সাহায্যে গত এক মাসে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
অন্যদিকে, হাজারীবাগ থানা সূত্রে জানানো হয়, সেখানে একই ধরনের ঘটনা ঘটে। সাধারণ ডায়েরি এবং অভিযোগের ভিত্তিতে হাজারীবাগ থানা পুলিশ গত এক মাসে ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
৯ এপ্রিল, বুধবার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এই সময় হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।