দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ছিনতাই ও ধর্ষণের লাগাতার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দ্রুত অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে রামপুরা বনশ্রীর ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) যে স্থানে সন্ত্রাস বিরোধী এই মানববন্ধন হচ্ছে সেখানেই গেল রাতে ঘটে ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা। গভীর রাতে রাজধানীর বনশ্রীর এই আবাসিক এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে মোটরসাইকেল আরোহী কিছু সন্ত্রাসী পথ রোধ করে এলোপাথাড়ি গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।
এমন আবাসিক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এর সঙ্গে জড়িত ও এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে দাবিই করেন মানববন্ধনে।
ঘটনাস্থলে সেনাবাহিনী আসলে এলাকাবাসী তাদের কাছে নিরাপত্তা চেয়ে বিচার দেন।
এদিকে রাজধানীর ফার্মগেটে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ধর্ষণের মত জঘন্য অপরাধীসহ সন্ত্রাসীদের কঠোর শাস্তি দৃশ্যমান করার দাবি তুলেন তারা।
দ্রুত যদি দেশের জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
অন্যদিকে,এদিন দুপুরে ঢাকার বেইলি রোড এলাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের শাস্তি হিসেবে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী নানান স্লোগান দিতে দেখা যায়। একই সময়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং দ্রুত ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।