তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটর জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নাম প্রকাশ করা হয়।
ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন: আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।