সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকায় শিবির কর্মী যুক্তরাজ্যপ্রবাসী যুবক এনামুল হক সাব্বিরকে খুনের উদ্দেশ্যে বাসায় হানা দিয়েছে মুখোশধারী কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। ছুরি ও চাকু হাতে তারা বাসায় ঢুকে সাব্বিরকে খুঁজতে থাকে এবং উপস্থিত পরিবারের সদস্যদের হুমকি দেয়। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভোগছে পরিবারটি। ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে চারজন মুখোশধারী ব্যক্তি জালালাবাদের একটি বাসায় প্রবেশ করে। তারা দরজা খুলতেই অস্ত্র হাতে ভেতরে ঢুকে পড়ে এবং বাড়ির প্রতিটি কক্ষে খোঁজ করে এনামুল হক সাব্বির কোথায় আছেন। এ সময় সাব্বিরের বড় ভাই হাবিবুর রহমানকে তারা হুমকি দিয়ে বলে, “তোর ভাইকে খুন করতে এসেছি, কথা বললে তোকে মেরে ফেলবো।”
সাব্বির বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। অভিযোগকারী হাবিবুর রহমান জানান, দেশে থাকা অবস্থায় দফায় দফায় তারা সন্ত্রাসী হামলার শিকার হন। এমনকি মারধরের পর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে ছাড়পত্রও নিতে হয়েছিল। এসব হামলার খবর তখন স্থানীয় পত্রিকাতেও প্রকাশিত হয়। প্রাণনাশের আশঙ্কায় সাব্বির দেশ ত্যাগ করলেও তার পরিবার এখনো সন্ত্রাসীদের টার্গেটে রয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ২০ ফেব্রুয়ারি জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি (জি.ডি নং: ৭৮৪, তাং: ২০/০২/২০২৫) করেছেন হাবিবুর রহমান। তিনি বলেন, “আমার ভাইয়ের বিরুদ্ধে একাধিক চক্র সক্রিয়। তারা রাজনৈতিক ও সামাজিক কারণে প্রতিহিংসা পরায়ণ। এখনো জানমালের নিরাপত্তা নিয়ে আমরা চরম উৎকণ্ঠায় আছি।”
এ ব্যাপারে থানার কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।