বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে দেশে শিল্প কারখানা স্থাপন, জিডিপি বৃদ্ধি এবং মাথাপিছু আয় উন্নয়ন ঘটে।
সোমবার ময়মনসিংহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার শিরোনাম ছিল ‘কৃষি ও কৃষকের উন্নয়ন এবং শিল্প বিকাশে শহীদ জিয়ার অবদান’।
তিনি আরও বলেন, শহীদ জিয়া সাধারণ মানুষের কাছ থেকে সমস্যা সমাধানের ধারণা নিতেন। তাদের মতামত নিয়ে কৃষি ও শিল্প খাতের উন্নয়ন নিশ্চিত করেন। তার শাসনামলে দেশে কয়েকটি টেক্সটাইল মিল, সুগার মিল, সার কারখানা ও ওষুধ উৎপাদন কারখানা স্থাপিত হয়।
নজরুল ইসলাম খান উল্লেখ করেন, জিয়াউর রহমানের আমলে প্রাইভেট বিনিয়োগ চালু হলে দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পায়। তার আমলে দেশের জিডিপি এবং মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান প্রিন্স। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উপর প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।