মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন দোসরদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। বাদ দেওয়া হয়েছে ত্যাগীদের। আহ্বায়ক কমিটিতে পদ বঞ্চিত নেতারা এমন অভিযোগ করেছেন। এ নিয়ে পদ বঞ্চিত নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
রোববার সন্ধ্যায় কলেজ থেকে জুড়ী উপজেলা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা জেলা বিএনপির ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত বিএনপির সাবেক নেতাদের অনুসারীরা।
বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান এর নির্দেশ উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগের অপশাসনের সহযোগী, সাবেক মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলকারিদের আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।
তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী, সাহসী, সৎ, পরিশ্রমী, দক্ষ নেতাদের নিয়ে কমিটি গঠন করা খুবই জরুরি।
এসময় উপজেলা বিএনপি নেতা জালাল আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন ফুলতলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকদ্দছ আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বিএনপি নেতা কিবরিয়া চৌধুরী, হারুন আহমদ, জামিল উদ্দিন, মাহবুবুর রহমান, সামছুল আরেফিন মুক্তা, ইরা মিয়া, হুমায়ুন কবির, নাজিম উদ্দিন, আব্দুর রহিম, সুহেল আহমদ, ফারুক মিয়া আব্দুল লতিফ, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপি নেতা জালাল উদ্দীন, সাবেক সাগরনাল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক শামিম আহমদ, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।