Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টরন্টোতে বিমান উল্টে আহত ১৮

ডেস্ক সংবাদ

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী বহনকারী একটি বিমান উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ১৩ মিনিটের দিকে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে ৮০ জন যাত্রী ছিল। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সিআরজে৯০০ বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
দুর্ঘটনার ৯০ মিনিট পরই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, মন্ট্রিল ও অটোয়া বিমানবন্দর থেকে ছেড়ে আসা ২৬টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নেলসল সিএনএনকে জানান, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্কবার্তা দেয়া হয়নি। ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে, একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটানো হচ্ছে।
কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ঘটনাটি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া দেশটির পরিবহন নিরাপত্তা বোর্ড জানায়, তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল মোতায়েন করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_12
পর্যটকদের অসচেতনতায় ধ্বংসের পথে যুক্তরাজ্যের একটি গ্রাম
পর্যটকদের অসচেতনতায় ধ্বংসের পথে যুক্তরাজ্যের একটি গ্রাম
WhatsApp-Image-2025-07-05-at-20.42.03_676ae1c8-800x445
বিদেশিদের জন্য প্রতিবন্ধী ভাতা বন্ধের প্রস্তাব টোরি নেতার
বিদেশিদের জন্য প্রতিবন্ধী ভাতা বন্ধের প্রস্তাব টোরি নেতার
WhatsApp-Image-2025-07-05-at-20.49.42_507fc6cc-800x445
৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার
৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার
Screenshot_11
যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি
যুক্তরাজ্যের ব্রাইডহেড এস্টেটের একটি গ্রাম উচ্ছেদের মুখোমুখি
Screenshot_10
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ব্রিটেন
ashura-2307281237-2307281712
আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা

সম্পর্কিত খবর