যুক্তরাজ্যে চলন্ত ট্রেনের টয়লেটে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি)। গত শনিবার (১৯ জুলাই) দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ আর্সেনাল রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ১৯ জুলাই ভোর ৬টা ৫ মিনিটে ১৭ বছর বয়সী ওই কিশোরী অ্যাবে উডগামী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সে সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে যৌন হয়রানি করে। এরপর ট্রেন চালু হলে ট্রেনের টয়লেটের ভেতরেই তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি অ্যাবে উড স্টেশনে নেমে যায়। ভুক্তভোগী কিশোরী স্লেড গ্রিন স্টেশনে পৌঁছানোর পর পুলিশকে পুরো ঘটনা জানায়।
ঘটনার তদন্তে নেমে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ গত ২৪ জুলাই ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে ধর্ষণের সন্দেহে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে তদন্ত এখনও চলছে।
পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তথ্যপ্রমাণ খুঁজছে। যারা সেদিন সকালে উলউইচ আর্সেনাল স্টেশনে ছিলেন অথবা ওই ট্রেনে ভ্রমণ করছিলেন, তাদের বিটিপি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তথ্য জানানোর জন্য:
- ৬১০১৬ নম্বরে টেক্সট করে বিটিপি-কে জানানো যাবে।
- ০৮০০ ৪০ ৫০ ৪০ নম্বরে ফোন করে রেফারেন্স নম্বর ২৮৮ (২২/০৭) উল্লেখ করতে হবে।
- এছাড়াও, ক্রাইমস্টপার্সে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে গোপনে তথ্য দেওয়া যাবে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্তকে বিচারের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।