তরুণদের সঙ্গে হৃদ্যতা তৈরির জন্য ‘তুমি’ ব্যবহার: আজহারীর ব্যাখ্যা
সিলেটের এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে শ্রোতাদের সঙ্গে ‘তুমি’ সম্বোধন নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি ‘তুমি’ ব্যবহারের কারণ ব্যাখ্যা করেন।
আজহারী লিখেছেন, তিনি সাধারণত শ্রোতাদের ‘আপনি’ বলে সম্বোধন করেন। তবে তরুণ ও কিশোর শ্রোতাদের ক্ষেত্রবিশেষে ‘তুমি’ বলার প্রয়োজন হয়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কখনোই ঢালাওভাবে সবাইকে ‘তুমি’ বলে সম্বোধন করেন না।
পোস্টে তিনি আরও বলেন, “আগে মাহফিলগুলোতে বয়স্ক শ্রোতারাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তরুণ প্রজন্মের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তরুণরা ‘আপনি’-এর চেয়ে ‘তুমি’ বললে বেশি আনন্দিত বোধ করে। তাই তাদের সঙ্গে সহজভাবে যোগাযোগ স্থাপন এবং হৃদ্যতা তৈরির জন্য আমি স্নেহভরে ‘তুমি’ বলি।”
আজহারী আরও যোগ করেন, “তরুণদের সান্নিধ্য পেতে এবং তাদেরকে আপন করার জন্য এই সম্বোধন আমার কৌশল। আপনি-তুমির এই মিশ্রণ আমাদের পারস্পরিক ভাবের আদান-প্রদানকে সহজ করে তোলে।”
উল্লেখ্য, গত শনিবার (১১ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত মাওলানা আজহারীর তাফসীর মাহফিলে লক্ষাধিক মানুষ জড়ো হন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মাহফিল পরিচালনায় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। মাহফিল চলাকালীন মঞ্চের সামনে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে, তিনি মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন।
আজহারীর এই ব্যাখ্যা তরুণ প্রজন্মের প্রতি তার আন্তরিকতা এবং ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রতি তার উদার মানসিকতাকে আরও স্পষ্ট করে তোলে।