ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দেশের টেলিভিশন জগতে তিনি এক নামেই পরিচিত। তার নাটক মানেই সফলতার শীর্ষে। তবে ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। এরপর একটি মিউজিক ভিডিওর মাধ্যমে সবার নজরে আসেন।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি।
তিশা তার বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে এ অভিনেত্রী উল্লেখ করেছেন যে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।
পোস্ট দিয়ে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি, মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’
সেই পোস্টের কমেন্ট বক্সে মিতু নামে এক নেটিজেন লিখেছেন, বাবা যার নাই তার কতটা আক্ষেপ সে শুধু সেই বোঝে।। বাবা বলে ডাকতে না পারাটা কতটা কষ্টের।
তার পোস্টে জায়েদ খান লিখেছেন, ‘রোজার মধ্যে বাবার জন্য নামাজ পড়ে বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ বাবাকে শান্তিতে রাখবেন।’