Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

তাসকিন ইস্যুতে তোলপাড়, কী ঘটেছিল ভারত ম্যাচের আগে?

ডেস্ক সংবাদ

নতুন আলোচনায় তাসকিন আহমেদ! বিশ্বকাপের আগে দলে স্থান পাওয়ার বিষয়ে যে শঙ্কা ছিল, চোট থেকে ফিরেই বল হাতে সেই শঙ্কা কাটিয়ে দেন তাসকিন। তবে, বিশ্বকাপের পর তার পারফরম্যান্সের চেয়ে এবার আলোচনা হচ্ছে মাঠের বাইরের একটি ঘটনাকে কেন্দ্র করে।

গত সোমবার (১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনে তাসকিনের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম বাস মিস করে ফেলেন তাসকিন। যার ফলে, তাকে ওই ম্যাচে খেলানোর সুযোগ পায়নি টিম ম্যানেজমেন্ট।

এই অভিযোগের পর ক্রিকেটপাড়ায় তোলপাড় সৃষ্টি হয়। পরে, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিসিবি কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং জানান, তাসকিন তার সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২২ জুন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের সুপার এইটে ভারত ম্যাচের দিন সকালে তাসকিনকে টিম বাসে না পেয়ে অবাক হন টিম ম্যানেজার ও লজিস্টিক ম্যানেজার। এরপর তাকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। শেষে, তাকে খুঁজে না পাওয়ায় টিম বাস চলে যায় এবং একজন স্টাফকে তার সাথে মাঠে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাসকিন ওই ম্যাচে খেলেননি।

বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে জানান, “এটা সত্যি যে, টিম বাস মিস করার পরও তাসকিন পরে দলের সাথে যোগ দেয়। তবে, কেন সে খেলেনি, সে সম্পর্কে কোচই বিস্তারিত বলতে পারবেন।”

এই ঘটনায় বিসিবির শীর্ষ কর্তারা ক্ষুব্ধ বলে গুঞ্জন রয়েছে এবং আজ (২ জুলাই) তারা এই বিষয়ে আলোচনা করার জন্য একটি সভা ডেকেছেন। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন, বিসিবি সভাপতি এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

didarul-islam-nypd-funeral-010825-06-1754023282-1754052140
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা সিলেটের দিদারুলকে ‘গার্ড অব অনার’, শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
Screenshot_13
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার তথ্য তার আইনজীবীকে দেওয়া হয়নি: স্কাই নিউজ
Screenshot_12
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
যুক্তরাজ্যে নবজাতক ছেলেদের শীর্ষ নাম দ্বিতীয় বছরেও ‘মুহাম্মদ’
Screenshot_11
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসনের নতুন রেকর্ড, স্টার্মার সরকারের ওপর চাপ বেড়েছে
Screenshot_10
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
লেইসেস্টারশায়ারের সামার ক্যাম্পে শিশু অসুস্থ, ৭৬ বছরের ব্যক্তি গ্রেপ্তার
Screenshot_1
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে
যুক্তরাজ্যে বাড়ি সংকটে লেবার সরকার: নির্মাণ কমলেও আবেদন বেড়েছে

সম্পর্কিত খবর