Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা অমিত শাহ’র

ডেস্ক সংবাদ

দিল্লির বিধানসভা ভোটের আগে এবার বাংলাদেশ ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার (২৬ জানুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভোটের প্রচারে অংশ নিয়ে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (আপ) ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ (অবৈধ আয়ের দল) হিসেবে বর্ণনা করেছেন ৷
দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে অমিত শাহ অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি।
জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, ‘বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে।’
এদিকে অমিত শাহ’র এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টি। দলটি বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা।
এক বিবৃতিতে আম আদমি পার্টি বলেছে, ‘বিজেপির দিল্লির উন্নয়নের কোনো পরিকল্পনা নেই এবং তাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র নেতিবাচক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ। অমিত শাহকে জবাব দিতে হবে-দিল্লির ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গত দশকে তারা কী করেছে? তাদের একমাত্র কাজ ছিল দিল্লির নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই কাজেও তারা ব্যর্থ।’
প্রসঙ্গত, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। আর আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

163430
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি
Untitled-1 copy
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ আর নেই
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ আর নেই
Screenshot_7
গণমাধ্যমের আদলে ফান পেজ ভুয়া তথ্য ছড়াচ্ছে
গণমাধ্যমের আদলে ফান পেজ ভুয়া তথ্য ছড়াচ্ছে
6c3029c2787e6521c495e7786c9b833849d123558dfbe98c
ফেসবুক পেজ জনপ্রিয় করতে ৮ কার্যকর উপায়
ফেসবুক পেজ জনপ্রিয় করতে ৮ কার্যকর উপায়
4
কেমব্রিজে চাকুরীর সুযোগ দিচ্ছে স্টেজকোচ, বছরে আয় প্রায় £৩৪,০০০
কেমব্রিজে চাকুরীর সুযোগ দিচ্ছে স্টেজকোচ, বছরে আয় প্রায় £৩৪,০০০
Screenshot_6
লন্ডন  আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের টিউব ধর্মঘট
লন্ডন  আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের টিউব ধর্মঘট

সম্পর্কিত খবর