খুলনার কয়রায় একটি মোটরসাইকেল আটকানো নিয়ে পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মাথা ফেটে গেছে। গতকাল শুক্রবার (৭ জুন) উপজেলার একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, তুচ্ছ বিষয় নিয়ে এসআই নিরঞ্জন রায় ও এসআই সরদার মো. মাসুম বিল্লাহ একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে এসআই মাসুম মাথায় আঘাত পান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই মাসুম হোটেলে খেতে বসার সময় এসআই নিরঞ্জন মোটরসাইকেল নিয়ে সেখানে আসেন। নেমেই মাসুমকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। মাসুম এর প্রতিবাদ করলে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে আঘাত করার চেষ্টা করেন। মাসুম পাল্টা জবাব দিলে মারামারি শুরু হয়।
ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এটি তুচ্ছ ঘটনা থেকে বড় আকার ধারণ করেছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই নিরঞ্জনের বিরুদ্ধে খারাপ আচরণের একাধিক অভিযোগ রয়েছে। খুলনার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পাবলিক প্লেসে এমন ঘটনা দুঃখজনক। এসআই নিরঞ্জনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’