Uk Bangla Live News

দুই এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের

ডেস্ক সংবাদ

খুলনার কয়রায় একটি মোটরসাইকেল আটকানোকে কেন্দ্র করে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাথা ফাটিয়েছেন আরেক উপপরিদর্শক। গতকাল শুক্রবার (৭ জুন) উপজেলার একটি রেস্তরাঁয় দুই পুলিশের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসআই নিরঞ্জন রায় ও এসআই সরদার মো. মাসুম বিল্লাহ মারামারিতে জড়িয়ে পড়েন। এতে এসআই মাসুমের মাথা ফেটে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এসআই মাসুম একটি হোটেলে খেতে বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে করে এসআই নিরঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি মাসুমকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। মাসুমও তাৎক্ষণিক এর প্রতিবাদ করেন। একপর্যায়ে নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে মারতে গেলে মাসুমও তাকে মারতে উদ্যত হন। দুজনের হাতাহাতিতে মাসুমের মাথা ফেটে যায়। একটি মোটরসাইকেল আটকানো নিয়ে এই দুই এসআইয়ের মধ্যে এ ঘটনা ঘটে।

ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুজনে একসঙ্গে থাকেন। হঠাৎ কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।’

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই নিরঞ্জনের বিরুদ্ধে আইনজীবী-সাংবাদিকসহ একাধিক ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে। এ বিষয়টি নিয়ে গত মাসের আইন-শৃঙ্খলা সভায় আলোচনা হয়।

খুলনার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাবলিক প্লেসে এ ধরনের ঘটনা দুঃখজনক। এসআই নিরঞ্জনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

Print
Email

সম্পর্কিত খবর

ধূমপান নিষিদ্ধে ‘রিফ্রেশমেন্ট বুথ’ তৈরি
দুই এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের
এনবিআর সচিব ফয়সালের ‘বাবার নামে’ বিলাসবহুল বাড়ি, স্ত্রী চড়তেন দামি গাড়ি
পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ভুল বোঝাবুঝি : আইজিপি
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আ.লীগনেতা নিহত
দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন : এ্যানী
জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন