Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেব-শুভশ্রীর গাড়ির নম্বরে অদ্ভুত মিল! কাকতালীয়, না কি ‘এমনি’?

ডেস্ক সংবাদ

নজরুল মঞ্চে ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এল দুই প্রাক্তন প্রেমিক জুটি—দেব এবং শুভশ্রীর গাড়ির নম্বর! শুধু তাই নয়, সেই নম্বর মিল থেকে শুরু করে পুরনো সংলাপ—সব মিলিয়ে জমে উঠল এক ‘কাকতালীয় রহস্য’।

নায়ক দেবের গাড়ির শেষ চারটি সংখ্যা: ৪২৪২—যার যোগফল দাঁড়ায় । আর অন্যদিকে, শুভশ্রীর গাড়ির শেষ চারটি সংখ্যা: একটি এবং বাকি তিনটি , যোগফল তাও
দুই তারকার গাড়ির এই মিলন্তি যেন এক অদ্ভুত বার্তা বহন করছে!

অনুষ্ঠানে এই নিয়ে শুরু হয় আলোচনা। এক অনুরাগীর মন্তব্য, “দেব-শুভশ্রীর সম্পর্ক আজ অতীত হলেও, প্রকৃতি বুঝি এখনও তাঁদের মধ্যে এক অদৃশ্য যোগসূত্র রেখেছে।”

স্টেজে উঠে পুরনো এক সংলাপ ঘিরেও হাসির রোল। একটি ছবির দৃশ্যে শুভশ্রী বলেন, “আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?” দেব জবাব দেন, “কেন?” — শুভশ্রীর উত্তর, “এমনি।”
আর ঠিক এই ‘এমনি’-ই সেই শব্দ, যা বারবার ঘুরেফিরে এসেছে দেবের সোশ্যাল মিডিয়ার পোস্টে। বছরের পর বছর, দেবের বহু ছবির ক্যাপশনে ছিল এই একটাই শব্দ: “এমনি”

অনুরাগীরা তাই আর দেরি করেননি—দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। কেউ কেউ বলছেন, “সবই কাকতালীয় নয়, এর পিছনে অন্য কিছু থাকতে পারে!”

তবে দেব মজার ছলেই জানিয়ে দেন, ‘এমনি’ শব্দের ব্যবহার একান্তই তাঁর নিজস্ব ভঙ্গি, শুভশ্রীর জন্য নয়।

তবুও প্রশ্নটা থেকেই যায়:
সবটাই কি কাকতালীয়? না কি, এই মিল ‘এমনি’ এমনি-ই নয়?

Print
Email

সর্বশেষ সংবাদ

Deb Shuvosre
দেব-শুভশ্রীর গাড়ির নম্বরে অদ্ভুত মিল! কাকতালীয়, না কি 'এমনি'?
দেব-শুভশ্রীর গাড়ির নম্বরে অদ্ভুত মিল! কাকতালীয়, না কি ‘এমনি’?
GettyImages-696622564-674ca3ef12af48cf85d27874dc7cc263
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ: ব্রিটিশ পাউন্ড শীর্ষ তিনে নেই
Screenshot_25
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
নর্থাম্বারল্যান্ডে বাড়ছে প্রবীণদের সংখ্যা, কমছে শিশুর
81768281-l
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
ব্রিটেনে পারিবারিক কলহ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ
1000264292-f43899b4e58a2ed4f0815fc7be87f3ee
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
যুক্তরাজ্যে করবিনের নতুন দলের যাত্রার আগেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব
Screenshot_24
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ
লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ

সম্পর্কিত খবর