বিলম্বে অফিসে উপস্থিতির কারণে ৬৯ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল শাখার উপসচিব খোরশেদ আলম পৃথক চিঠিতে তাদের শোকজ করেন।
নোটিশ থেকে জানা গেছে, বিলম্বে অফিসে উপস্থিতির কারণে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিত) বিধিমালা, ২০১৯ এর বিধি ৫ অনুসারে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।