Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন : এ্যানী

ডেস্ক সংবাদ

‘বাংলাদেশে বিচার ব্যবস্থা, আইনের শাসন, ভোটের অধিকার নেই। আমাদের জিম্মি করে একদলীয় ভোটের ব্যবস্থা করা হয়েছে। আগে ছিল একদলীয় শাসন, আর এখন চলছে এক ব্যক্তির শাসন। এটা হলো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসকের শাসন।’

আজ বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় মোংলার দিগরাজ বাজার সংলগ্ন নাসির মাকের্টে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আজ বাংলাদেশে যদি স্বাভাবিক রাজনীতি থাকত তাহলে তারেক রহমান দেশে থাকতেন, এখানে (মোংলায়) আসতেন। খালেদা জিয়াও ঘর ও জেলবন্দি, তা না হলে তিনিও আসতেন।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘আপনারা আইলা, সিডর মোকাবিলা করছেন, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সরকারিদল এখানে আসবে না। কারণ জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। পাশের দেশ ভারতের সঙ্গে তাদের সম্পর্ক, দাদাবাবুরা যদি বহাল তবিয়তে রাখেন, তারা থাকবেন। সারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে, এটা সামাজিক আন্দোলন। এটা জনগণের সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে তারা নিজেরা ধারণ করে না। যেহেতু লুটেরাদের লুট দরকার, টাকা পাচার করা দরকার। তারা হাজার হাজার, লাখ, লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে। বাংলাদেশ ব্যাংকে টাকা নেই, সেখানে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না।’

‘আমার, আপনার টাকা আজ বাংলাদেশে নেই, এ দেশের মানুষ অভাব-অনটনে আছে মন্তব্য করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা যারা আন্দোলন করছি, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করছি। ভোটের আগেই আমাদের বন্দি করে রাখছে।’

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ পুনর্বাসন কমিটির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বাগেরহাট জেলা বিএনপিনেতা আকরাম হোসেন তালিম, এম এ সালাম ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

Print
Email

সম্পর্কিত খবর

ধূমপান নিষিদ্ধে ‘রিফ্রেশমেন্ট বুথ’ তৈরি
দুই এসআইয়ের মারামারি, মাথা ফাটল একজনের
এনবিআর সচিব ফয়সালের ‘বাবার নামে’ বিলাসবহুল বাড়ি, স্ত্রী চড়তেন দামি গাড়ি
পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে ভুল বোঝাবুঝি : আইজিপি
খুলনায় দুর্বৃত্তের গুলিতে আ.লীগনেতা নিহত
দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন : এ্যানী
জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন