বাংলাদেশে বর্তমানে বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং ভোটাধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশ এখন এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের অধীনে চলছে।
আজ বুধবার (১২ জুন) দুপুরে মোংলার দিগরাজ বাজার সংলগ্ন নাসির মার্কেটে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, “যদি দেশে স্বাভাবিক রাজনীতি থাকত, তাহলে তারেক রহমান আজ দেশে থাকতেন এবং এখানে আসতেন। খালেদা জিয়াও বন্দি না থাকলে জনগণের সঙ্গে দেখা করতে আসতেন।”
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “আপনারা আইলা, সিডরের মতো ঘূর্ণিঝড় মোকাবিলা করেছেন, অথচ সরকার জনগণের পাশে দাঁড়ায়নি। তারা জনগণের সেন্টিমেন্ট বুঝতে অক্ষম। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে টাকা নেই, অথচ জনগণ দারিদ্র্যের মুখে পড়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করছি, তাদের ভোটের আগেই আটকানো হচ্ছে। তবে আমাদের সংগ্রাম থামানো যাবে না।”
উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালসহ আরও অনেকে।