তিন বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন প্রবাসী বাহার উদ্দিন। তাকে স্বাগত জানানোর জন্য পরিবারের ১২ সদস্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ফেরার পথে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, ঘটনায় পরিবারের ৭ সদস্য মারা যান।
দুর্ঘটনার সময় বেঁচে যান বাহার উদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ। নিহতরা হলেন বাহারের স্ত্রী রাজিয়া সুলতানা কবিতা (২৪), মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। আহত পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারায়। নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছালে আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, আর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।