কেমব্রিজশায়ারের M11 মহাসড়কে নিরাপত্তাজনিত কাজের কারণে এখনো বড় ধরনের যানজট দেখা দিচ্ছে।
জংশন ১০ (ডাক্সফোর্ড, A505) থেকে জংশন ১৩ (ম্যাডিংলি) পর্যন্ত প্রায় ৮.৪ মাইল (১৩.৫ কিমি) অংশে, উভয় দিকে একটি লেন বন্ধ রাখা হয়েছে। ফলে গাড়ি চলছে কেবল একটি লেনে।
এছাড়া, ওই অংশে গাড়ির গতি সীমা কমিয়ে ৪০ মাইল (৬৪ কিমি) প্রতি ঘণ্টা করা হয়েছে।
জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তায় নিরাপত্তা বেড়াতে কেন্দ্রীয় বিভাজকে (মধ্যের বাঁধ) কাজ চলছে।
তারা গাড়িচালকদের পরামর্শ দিয়েছে:
অগ্রিম যাত্রা পরিকল্পনা করতে
অতিরিক্ত সময় হাতে রাখতে
সম্ভব হলে বিকল্প রুট ব্যবহার করতে
শনিবার বিকেলেই প্রথমবার চালকদের এ সতর্কতা দেওয়া হয়েছিল।