গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মর্মান্তিক একটি হত্যাকাণ্ড ঘটেছে। নেশার জন্য টাকা না পেয়ে ভাগ্নে সৌরভ হাসান রুদ্র (২২) তার মামা আনিসুর রহমানকে (২৩) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভবানীপুর উত্তরপাড়া জয়বাংলা মোড়ে রোকনুজ্জামানের বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনিসুরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনিসুর রহমান ওই এলাকার আলি নেওয়াজের ছেলে। অভিযুক্ত সৌরভ একই এলাকার রোকনুজ্জামানের ছেলে এবং ঘটনার পর থেকে পলাতক।
পারিবারিক সূত্র জানায়, মামা-ভাগ্নের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সেদিন দুপুরে কথা-কাটাকাটার একপর্যায়ে সৌরভ তার ভাবীর কাছ থেকে বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামাকে উপর্যুপরি কোপাতে থাকে। এই নৃশংস ঘটনায় এলাকায় চরম শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব জানান, নেশার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: স্থানীয় প্রশাসন ও পারিবারিক সূত্র