দূর থেকে বল উড়ে এলে একেক ফুটবলার একেকভাবে নিয়ন্ত্রণে নেন। নেইমার মাঝে মাঝে অভিনব উপায়ে কাজটি করেন, দেখে যে কারো মন থেকে স্তুতি ঝরতে পারে। আবার কোনো ফুটবলারের মাথার ওপর দিয়ে বল এমনভাবে নিয়ে যান যে সেই ফুটবলার বোকা বনে যেতে বাধ্য। ব্রাজিলিয়ান ফুটবলারের ড্রিবলিং তো বিশ্বসেরাই।
রোনালদো-মেসি পরবর্তী বিশ্বসেরা হওয়ার সব রসদই ছিল নেইমারের মধ্যে। কিন্তু একটা সময় পর আর প্রতিভা প্রস্ফুটিত করতে পারেননি তিনি। পাননি জাতীয় দলের সাফল্যও। তবুও নেইমারের খেলায় অনেকের মন জুড়ায়। আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো বোধহয় তাদের একজন।
পচেত্তিনো এখন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের দায়িত্বে। গোল ডটকমের সঙ্গে রেপিড প্রশ্নোত্তর পর্বে নেইমারকে জাদুকর বলে অভিহিত করেছেন তিনি। মেসি তার কাছে জিনিয়াস। আর হ্যারি কেন টপ স্কোরার।
পচেত্তিনো এক সময় পিএসজিতে নেইমারদের সামলেছেন। ওই সময় পিএসজিতে ছিলেন ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি, সিলভা ও কিলিয়ান এমবাপ্পে। এদের মধ্যে সিলভাকে নেতা ও এমবাপ্পেকে ঘাতক বলে অভিহিত করেছেন তিনি। আর ভেরাত্তিকে বেছে নিয়েছেন সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে।
টটেনহ্যাম ছেড়ে পচেত্তিনো ২০২১ সালে পিএসজির দায়িত্ব নেন। ২০২২ সালে কোচের পদ ছাড়ার আগে দলটিকে তিনি একটি লিগ ওয়ান, একটি ফ্রেঞ্চ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতান।