দক্ষিণ ভারতের পর্যটনস্বর্গ কেরালা এবার ভিন্নমাত্রার এক প্রচারণায় পা ফেলেছে। নারকেলবন ঘেরা সৈকত আর নদীপথের মধ্যেই এবার আলোচনায় এসেছে ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান।
গত ১৪ জুন জরুরি অবতরণের পর থেকে বিমানটি কেরালার তিরুভনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে। যদিও এটি একেবারেই অপ্রত্যাশিত ঘটনা ছিল, কেরালার পর্যটন বিভাগ সেটিকে পরিণত করেছে সৃজনশীল প্রচারণায়।
২ জুলাই, কেরালা পর্যটন বিভাগ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ছবি শেয়ার করে, যেখানে দেখা যায় রানওয়েতে নারকেল গাছের মাঝে দাঁড়িয়ে রয়েছে যুদ্ধবিমানটি। এই ছবিটি দ্রুতই ভাইরাল হয়।
কেরালার পর্যটন সচিব বিজু কে. বলেন, “এটি নিছক রসিকতা হলেও আমাদের পর্যটন প্রচারণার অন্যতম সৃজনশীল দিক হয়ে উঠেছে।”
এই প্রচারণার উৎস মূলত একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ‘দ্য ফ্যাক্সি’। তারা মজার ছলে বলেছে, যুদ্ধবিমানটি কেরালাকে ‘ফাইভ স্টার’ রেটিং দিয়েছে এবং ‘এখান থেকে যেতে চাই না’ বলেছে। পর্যটন বিভাগ এই রসিকতাকে নিজেদের প্রচারণার অংশ বানিয়ে নেয়।
ব্র্যান্ডিং সংস্থা স্টার্ক কমিউনিকেশনের পরিচালক রয় ম্যাথিউ জানান, “যদিও বিভাগটি সরকারি, তবে প্রচারণায় আমরা সৃজনশীলতা ও উদ্ভাবনাকে গুরুত্ব দিচ্ছি।”
২০২৪ সালে কেরালায় ভ্রমণ করেছে ২ কোটিরও বেশি পর্যটক। সমুদ্রসৈকত, ক্লাসিক্যাল নৃত্য, মন্দির উৎসব এবং খাবারের বৈচিত্র্য কেরালাকে অনন্য করে তোলে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তারা যুদ্ধবিমানটির মেরামত ও প্রত্যাবর্তনে সহায়তা করছে। এফ-৩৫ যুদ্ধবিমানটি আরব সাগরের ওপর দিয়ে উড়ার সময় যান্ত্রিক সমস্যার কারণে তিরুভনন্তপুরমে নামতে বাধ্য হয়।
ব্রিটিশ হাই কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে সরানোর পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞ দল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্তরাজ্য থেকে আসার পর তা হ্যাঙ্গারে নেওয়া হবে।
এফ-৩৫ বিমানটিকে ঘিরে কেরালার এই ব্যতিক্রমী প্রচারণা এখন সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সূত্র: রয়টার্স