Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাঁচ ওয়াক্ত নামাজে ইহুদিদের যেভাবে অভিসম্পাত করা হয়

ডেস্ক সংবাদ

মহান আল্লাহ ইহুদিদের মাঝে বহু নবী-রসুল পাঠিয়েছেন। তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন। তাই তাদের বলা হয় আহলে কিতাব। কিয়ামতের আগে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধ করবে। এ যুদ্ধে গারকাদ গাছ ইহুদিদের আশ্রয় দেবে।
হজরত আবু হুরাইরা (রা.) বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে, হে মুসলিম! আমার পিছনে ইহুদি রয়েছে। এসো, ওকে হত্যা করো। কিন্তু গারকাদ গাছ এরূপ বলবে না। কেন না এটা ইহুদিদের গাছ। (বুখারি: ২৯২৬)
ইহুদিরা ফিলিস্তিন সীমান্তে গারকাদ গাছ লাগাতে শুরু করেছে। তারা কোরআন-হাদিস গবেষণা করে। তারা জানে এটা তাদের একমাত্র আশ্রয়স্থল হবে। ওই যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন। তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
কোরআনে ইহুদিদের আলোচনা
পবিত্র কোরআনের প্রথম সুরা ফাতেহা। আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি।
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَ لَا الضَّآلِّيْنَ
অর্থ: (হে আল্লাহ!) আমাদের সরল পথে পরিচালিত করো। সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি গজব নাজিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা। (সুরা ফাতিহা, আয়াত: ৫-৭)
এখানে الْمَغْضُوْبِ عَلَيْهِمْ ‘যাদের প্রতি গজব নাজিল হয়েছে’ বলে যে জাতিকে ইঙ্গিত করা হয়েছে, তারা হলো ইহুদি জাতি। এদের থেকেই আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহর কাছে আশ্রয় চাই। ইহুদিরা হচ্ছে সত্য জানার পরও হঠকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করেনি। উপর্যুপরি বিদ্বেষ ও হঠকারিতার কারণে তাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে।
মহান আল্লাহর কুদরত, নিয়ামত ও শাস্তি সরাসরি দেখার পরও তারা শিক্ষা গ্রহণ করেনি। বরং নিজেদের অন্যায়-অনাচার ও দুশ্চরিত্রের ফলে মহান আল্লাহর রহমত থেকে ছিটকে পড়েছে। কুফর, শিরক, অন্যায়-অনাচারে তারা সকল সীমা অতিক্রম করেছে। বহু নবীকে তারা হত্যা করেছে।
যাদের স্বভাবজাত বৈশিষ্ট্যই হল- সত্য গোপন করা, নবীদের বিরুদ্ধাচারণ করা, বিশেষত ইসলাম ও ইসলামের নবী এবং মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণ করা, ইসলামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত থাকা, ওয়াদা ও চুক্তিভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা, খেয়ানত ও গাদ্দারি, খুনখারাবি, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি, যুদ্ধ-বিগ্রহ জিইয়ে রাখা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করাসহ এমন হেন অপরাধ নেই, যা তারা করেনি বা করছে না!

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

125c64aa7744199a1ed4e9e841a764fef1ef4804d48350f6
পাঁচ ওয়াক্ত নামাজে ইহুদিদের যেভাবে অভিসম্পাত করা হয়
পাঁচ ওয়াক্ত নামাজে ইহুদিদের যেভাবে অভিসম্পাত করা হয়
3bee313d92bbb37494f3685e875150f2397a3d5bbdcce2b8
গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট
গাজাবাসীদের নিয়ে শাকিব খানের ফেসবুক পোস্ট
a012bfa0d80fbeb3b82ad82398afd55d182152305920e362
ঈদে ১০ লক্ষাধিক মানুষের পদচারণা সিলেটের পর্যটনকেন্দ্রে
ঈদে ১০ লক্ষাধিক মানুষের পদচারণা সিলেটের পর্যটনকেন্দ্রে
486151732_968519691724945_5451044710403273435_n
ফুশিউপ এর নতুন কমিটিতে সভাপতি আশরাফুল ও সম্পাদক ইকবাল
ফুশিউপ এর নতুন কমিটিতে সভাপতি আশরাফুল ও সম্পাদক ইকবাল
WhatsApp Image 2025-03-30 at 22.16.25_c587290e
আলহাজ্ব আব্দুল হান্নান (কেরানী হাজী) ফাউন্ডেশনের উদ্যোগ ঈদ উপহার বিতরণ
আলহাজ্ব আব্দুল হান্নান (কেরানী হাজী) ফাউন্ডেশনের উদ্যোগ ঈদ উপহার বিতরণ
images
যুক্তরাজ্যে ঈদ রবিবার
যুক্তরাজ্যে ঈদ রবিবার

সম্পর্কিত খবর