সিলেটে পাথর ক্রাশার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সিলেট জেলা প্রশাসকের অফিসে আজ (২ জুলাই, বুধবার) সকাল ১১টায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি জেলার সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় পাথর ক্রাশার খাতে চলমান সংকট, ক্ষয়ক্ষতি এবং শ্রমিকদের ভোগান্তি তুলে ধরা হয় এবং দ্রুত সমাধানের দাবি জানানো হয়। জেলা প্রশাসক সব পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি সমাধানের জন্য আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।